Search

Sensory play activities:

শিশুকে নিয়ে ব্যস্ত থাকার মতো কিছু খেলা আজকে শেয়ার করবো, এই খেলা গুলো প্রতিনিয়ত শিশুর সাথে খেললে শিশুর বিকাশে সাহায্য করবে, এই খেলাগুলো ৫ /৬ বছরের নীচের শিশুদের জন্য বেশী কার্যকর।আমি শিশুর সাথে খেলতে অনুরোধ করছি অর্থাৎ অংশগ্রহণ করতে বলছি এবং খেলার সময় কথা বলবেন। শিশুর সেন্সেস গুলো যত বেশি কাজে লাগাবেন তত ভালো কিন্তু জোর করে নয়, উৎসাহী করে শিশুকে নিয়ে আপনি ও শিশু হয়ে যান।

2 views0 comments